হারুনার রশিদ, কালীগঞ্জঃ
কালিগঞ্জ উপজেলায় একটি প্রতারক চক্র মোবাইলের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে থানার ওসি পরিচয় টাকা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও থানা সূত্রে জানা যায় গতকাল(২৪ জুলাই) সন্ধ্যার দিকে মোবাইল( ০১৭৮৭৯৭১১২৫ ) কল দিয়ে রতনপুর স্কুল, মিলনী স্কুল, চৌমুহনী স্কুল সহ অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানের কাছে বলে
আমি থানার ওসি বলছি, পরিচয় দিয়ে তাদেরকে জানায় এসপি সাহেবের কাছে টাকা পাঠাতে গিয়ে ভুলক্রমে ১৫০০০ টাকা আপনার মেসেঞ্জারে চলে গেছে। আপনি এই টাকাটি এখনই পাঠিয়ে দিন নইলে পুলিশ গিয়ে আপনাকে থানায় তুলে নিয়ে আসবে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে। কয়েকজন শিক্ষক তাদের সেই মোবাইল নম্বরে টাকাও দিয়েছে বলে জানা যায় গেছে।একটি প্রতারক কালিগঞ্জ থানার পরিচয় দিয়ে এ ধরনের প্রতারণা করে আসছে। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ওসি ( তদন্ত) মিজানুর রহমান জানান এ ধরনের প্রতারক চক্র থেকে সকলকে সাবধান থাকতে হবে। কেউ এ ধরনের কোন মেসেজ পেলে থানায় সংবাদ দিন প্রতারককে ধরিয়ে দিন। থানা পুলিশ বিষয়টি জানার পর মাঠ পর্যায়ে অনুসন্ধানে নেমেছে।