সাতক্ষীরা ট্রিবিউন: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়াসহ আলেম ওলামাদের মুক্তির দাবিসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ করেছে সাতক্ষীরা জেলা জামায়াত। শনিবার(২৪ ডিসেম্বর) সকাল) ৮টার দিকে শহরের হাটের মোড় থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি তিন খন্ড তিন দিকে চলে যায়। মিছিলের একটি অংশ হাটের মোড় থেকে তুফান মোড়ের দিকে অগ্রসর হেয়ে বিক্ষোভ করে। মিছিলের অপর অংশ ইটাগাছা হাটের মোড়ের দিকে অগ্রসহ হয়ে বিক্ষোভ করে। মিছিলের অপর একটি অংশ সুলতানপুর বড় বাজার হয়ে মুন্সিপাড়ার দিক বিক্ষোভ করে। মিছিলটি সদর উপজেলার সামনে পৌছালে পুলিশের বাঁধার মুখে সেখানেই সমাবেশ করে বিক্ষোভ কারীরা। এসময় পুলিশ তিন জনকে আটক করে। মিছিল শেষ করে ফেরার পথে কদমতলা মোড় এলাকা থেকে ৬ জন, মুন্সিপাড়া থেকে ৩ জন ও ভিষা অফিস মোড় এলাকা থেকে ২ জনসহ শহরের বিভিন্ন এলাকা থেকে আরো ৬জনকে আটকের খরর নিশ্চিত করেছে দলটি।সংক্ষিপ্ত সমবেশে সাতক্ষীরা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান বলেন, বাংলাদেশ আজ এক ভয়াবহ পরিস্থিতিতে নিপতিত। দেশ অব্যাহতভাবে নতুন নতুন সংকটের দিকে ধাবিত হচ্ছে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা-সংস্কৃতি ও সামাজিক অঙ্গণে এক বিপর্যয়কর পরিস্থিতি বিদ্যমান। আজ বাংলাদেশে জনগণের ভোটাধিকার নেই, কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা নেই। চলাফেরা, মিছিল-মিটিং, সভা-সমাবেশ করার কোনো সুযোগ নেই। বাংলাদেশ আজ এক অধিকারহারা জাতিতে পরিণত হয়েছে।
পূর্ববর্তী পোস্ট