ফিরোজ হোসেন, সাতক্ষীরা ঃ
সাতক্ষীরায় ধর্ষণ করে হত্যা মামলার পলাতক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরোও এক বছরের
কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকএম. জি আজম রোববার সকালে এ রায় দেন।
দণ্ডিত যুবকের নাম মো. আব্দুল হালিম । তিনি কেশবপুর উপজেলার ভাল্লুক ঘর গ্রামের খলিল বিশ্বাসের ছেলে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার অপর আসামী পরিমল রায়কে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালের পিপি এডভোকেট জহুরুল হায়দার বাবু এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান সাতক্ষীরা তালা উপজেলার খুলনার পাইকগাছা থানার পাইকগাছা গ্রামের আবু বকর সানার কন্যা শারমিন (১৬) তালা উপজেলার বারুইহাটি গ্রামে নানা মৃত আব্দুল সরদারের বাড়ি থেকে বাসা বাড়িতে কাজ করতো। ২০০৩ সালের ৭ই জুলাই একই এলাকার মৃত আফজাল হোসেনের ঝিয়ের কাজ করাকালে গুল আনতে বাড়ির বাইরে যেয়ে ফিরে আসেনি।। পরে ২৩ জুলাই একই এলাকার মোজাম্মেল হকের বাড়ির ডোবা হতে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে তদন্তে বেরিয়ে আসে কেশবপুর উপজেলার ভাল্লুক ঘর গ্রামের খলিলের পুত্র আব্দুল হালিম শারমিনকে ধর্ষণ হত্যা করে ডোবায় ফেলে রেখে যায়।