নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া ১৬৮ মোবাইল ফোন ও বিকাশে মাধ্যমে খোয়া যাওয়া নগদ ২ লাখ ৩১ হাজার টাকা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’র মাধ্যমে উদ্ধার করে মূল মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২ টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান উক্ত মোবাইল ফোন ও টাকা মূল মালিকদের কাছে হস্তান্তর করেন।
এ সময় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, পুলিশ সব সময়ে মানুষের জানমাল রক্ষার্থে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। জেলার ৮টি থানা থেকে ১৯৫টি আবেদন পাওয়ার পর সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন’র মাধ্যমে ১৬৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ ২০ হাজার টাকা। এ ছাড়া বিকাশের মাধ্যমে খোয়াযাওয়া নগদ ২লক্ষ ৩১ হাজার টাকা উদ্ধার করে তা মূল মালিকদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খান, সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন’র অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, জেলা বিশেষ শাখার পরিদর্শক মো. ইয়াসিন আলম চৌধুরী, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের পরিদর্শক ওহিদুল ইসলাম প্রমুখ।###