জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরায় বিভাগীয় পর্যায়ে শিশু অধিকার বিষয়ক খসড়া ইউপিআর স্টেকহোল্ডার প্রতিবেদনের উপর পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে (২৯ মার্চ) সদর উপজেলা ডিজিটাল কর্ণারে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে উক্ত পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ, অধ্যক্ষ আশেক ই এলাহী, জেলা সমাজ সেবা অফিসের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান, ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রকল্প সমন্বয়কারী মো. মেহেদী হাসান সহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিশু অধিকার বিষয়ক খসড়া ইউনিভার্সাল পিরিয়ড রিভিউ প্রতিবেদন, আন্তর্জাতিক শিশু অধিকার সংক্রান্ত মানদণ্ডের সাথে সামঞ্জস্যতা, আইন, আইনি উদ্যোগ, অন্যান্য কাঠামোগত বিষয়, শিশুর প্রতি সহিংসতা, জন্ম নিবন্ধন, ক্ষতিকর এবং ঐতিহ্যগত অভ্যাস, শিশুর শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, শিশুশ্রম, জুভেনাইল জাস্টিস প্রভৃতি বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিসের ইনচার্জ মো. শরিফুল ইসলাম।