শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধিঃ
ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্যোগে সাতক্ষীরা পৌরসভা এলাকায় নতুন প্রকল্প ” ইকোনোমিক রকভারি প্রজেক্ট (ই আর পি) ” এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা পৌরসভা মিলনায়তনে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর প্রোগ্রাম ম্যানেজার সজল কুমার সাহা, খুলনা অঞ্চলের আঞ্চলিক কো-অর্ডিনেটর আবু মোজাফফর মাহমুদ, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর ডেপুটি ম্যানেজার ইয়াসনা রহমান সহ সাতক্ষীরা পৌরসভা ও ব্র্যাক এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ ।
উল্লেখ্য, ইকোনোমিক রকভারি প্রজেক্ট (ই আর পি) প্রকল্পের সহায়তায় সাতক্ষীরা পৌরসভা এলাকার বিভিন্ন স্বল্প আয়ের জনসাধারনের মধ্যে ব্যবসা উন্নয়ন, বিভিন্ন প্রকার আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, পুষ্টি উন্নয়ন সহ নিরাপদ স্যানিটেশন ও নিরাপদ পানি সরবরাহ এর ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকল্পটি ক্লাইমেট ব্রিজ ফান্ডের সহায়তায় আগামী ২০২৪ সাল পর্যন্ত সাতক্ষীরা পৌরসভা এলাকায় বাস্তবায়িত হবে। ইতিমধ্যে ব্র্যাক আরবান ডেভেলমেন্ট প্রোগ্রাম সাতক্ষীরা পৌরসভা তে ২০১৭ সাল থেকে অদ্যবধি বিভিন্ন সামাজিক ও অবকাঠামো উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।