ফিরোজ হোসেন, সাতক্ষীরা ঃ
ভারতে পাচারকালে সাতক্ষীরার আলীপুর থেকে ৩ লাখ ৬০ হাজার পিস বাংলাদেশের সরকারি জন্মনিয়ন্ত্রন ট্যাবলেট আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় গ্রেফতার করা হয়েছে সাতক্ষীরা শহরের ইটাগাছার জাহাঙ্গীর আলম ও আলীপুরের সবুজ সরদার নামের দুই চোরাচালানীকে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ইয়াসিন আলম জানান, সীমান্ত এলাকায় পুলিশের টহলের সময় গোপন সূত্রে আমরা জানতে পারি আলীপুর গ্রামের সবুজ সরদারের বাড়িতে বিপুল সংখ্যক জন্মনিয়ন্ত্রন ট্যাবলেট জড়ো করে রাখা হয়েছে। যেকোন সময় চোরাপথে তা ভারতে পাচার করা হতে পারে।
তিনি জানান, খবর পেয়ে মঙ্গলবার ভোররাতে এসআই আরিফুর রহমান ফরাজি, এস আই হুমায়ুন কবির, এএসআই মইনুল ইসলাম, এএসআই মাজেদুল ইসলাম, এএসআই ইনামুল মোল্লা সবুজ সরদারের বাড়ি ঘেরাও করে এসব ট্যাবলেট জব্দ করাহয়। তার ঘরের ভেতর থেকে ১২ হাজার পাতার সরকারি সুখী ট্যাবলেট বের করে আনা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলা হয়েছে।