মাহফিজুল ইসলাম আককাজ ঃ সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ও বর্ণিল
আয়োজনের মধ্য দিয়ে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ এর
ঝাউডাঙ্গা ভেন্যুর খেলা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯
মার্চ) বিকালে সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি ফুটবল মাঠে মুজিব
শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ আয়োজক কমিটির আহবায়ক মীর তানজীর
আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন
করেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো
০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের
সভাপতি মো. বজলুর রহমান, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দিন,
আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি, লাবসা ইউপি চেয়ারম্যান
মো. আব্দুল আলীম, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু প্রমুখ।
খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন
আওয়ামীলীগের সভাপতি মো. রমজান আলী বিশ^াস, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের
সভাপতি মো. হাবিবুর রহমান, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শেখ
মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষ, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু
সুফয়ান সজল প্রমুখ।
মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট’র খেলায় ১৪টি ইউনিয়ন, সদর ও
পৌরসভা মোট ১৬টি দল অংশ নিচ্ছে এবং ৫টি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হচ্ছে।
ঝাউডাঙ্গা ভেন্যুর উদ্বোধনী খেলায় বল্লী ইউনিয়ন দল বনাম আগরদাঁড়ি ইউনিয়ন
দল। অপর খেলায় অংশ নেয় লাবসা ইউনিয়ন দল বনাম ঝাউডাঙ্গা ইউনিয়ন দল। খেলায়
২-১ সেটে ঝাউডাঙ্গা ইউনিয়নকে হারিয়ে লাবসা ইউনিয়ন দলের জয়লাভ। অপরদিকে
২-০ সেটে বল্লী ইউনিয়ন ভলিবল দলকে হারিয়ে আগরদাঁড়ি ইউনিয়ন দল জয়লাভ
করেছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ
এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা যুবলীগ নেতা মীর মহিতুল আলম মহি,
বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর
সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন
হিমেল, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, ছাত্রলীগ নেতা কাজী
সাদিক দ্বীপ প্রমুখ। খেলা পরিচালনা করেন রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান,
সোহরাব হোসেন, প্রভাষক স ম আরশাদ আলী ও শেখ মিয়ারাজ আলী। আগামী
বৃহস্পতিবার বিকাল ৩টায় ধুলিহর ভেন্যুতে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল
টুর্নামেন্ট ২০২১ এর খেলা উদ্বোধন করবেন এমপি রবি।