নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ২০২২ এর ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নার্গিস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ফলাফল তুলে দেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যোৎসায়ী সদস্য লিয়াকত আলী খান। বিদ্যালয়ে ক্লাসে ভাল ফলাফল করা কৃতি শিক্ষার্থী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ভবতোষ কুমার সানা, সিনিয়র শিক্ষক মাওলানা মো. মিজানুর রহমান, রুপ কুমার মন্ডল, শেখ তানজেরুল হক ও জাহানারা খাতুনসহ বিদ্যালয় মানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ তানজেরুল হক।
পূর্ববর্তী পোস্ট