নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে ২ দিনব্যাপী কৃষি ঋণ মেলা-২০২৩ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন উড়িয়ে কৃষি ঋণ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক অমল কান্তি ঘোষ সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি ধান বিভাগের খুলনার অতিরিক্ত পরিচালক অমর কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, জনতা ব্যাংক লিমিটেড এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জেলা কৃষি ঋণ কমিটির সদস্য সচিব মোঃ আব্দুস সালাম, খামার বাড়ি উপপরিচাক কৃষিবিন জামাল উদ্দিন, জেলা প্রানীসম্পাদ অফিসার এ বি এম আব্দুল রউফ প্রমুখ।
মেলায় ২৯টি ব্যাংক সহ মোট ৪০টি প্রতিষ্ঠান অংশগ্রহন করেছে। মেলায় বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে মোট ১০৩ জন কৃষককে ১ কোটি ৩৮ লাখ ৮৫ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে।