শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার ৪০০ বছরের ঐতিহ্য গুড় পুকুর মেলা। এই ঐতিহ্য ধরে রাখতে এ বছরও জাকজমকপূর্ণ পরিবেশে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে মেলার আয়োজন করা হয়েছে। গত দুই বছর করোনার কারনে মেলা বন্ধ থাকলে ও এ বছর হচ্ছে গুড়পুকুর মেলা। এরই ধারাবাহিকতায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলার স্টল স্থাপনের প্রস্তুতি চলছে । মেলা প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক তদারকির জন্য সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আনসার সদস্য নিয়োজিত করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম কাজ করবে।
গত ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় পাঁচ মিনিটের ব্যবধানে সাতক্ষীরা শহরের একটি সিনেমা হল ও সার্কাস প্যান্ডেলে বোমা হামলা চালানো হয়। এতে ৩ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন। এরপর থেকে দীর্ঘ ৮ বছর মেলা বন্ধ ছিল। প্রতি বছর ৩১ ভাদ্র সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় প্রাচীন আমলের গুড়পুকুরকে ঘিরে বসতো মেলা। মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা তাদের পসরা নিয়ে অংশ নিতেন।