নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা আহ্ছানিয়া মহিলা মিশনের উদ্যোগে ফ্রি হোমিও দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা পলাশপোল এলাকায় মহিলা মিশনের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলের সভাপতিত্বে ফ্রি হোমিও দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন ঘোষনা করেন, নলতা রওজা শরীফের খাদেম আলহাজ্জ মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা আবুল ফজল, নলতা শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ সামছুল হুদা, আওলাদে ওলি মো. আশরাফুল হক, আলহাজ্জ মো. রজব আলী, আলহাজ্জ নজরুল ইসলাম, লিয়াজো কমিটির সদস্য আবুল কাশেম, আলহাজ্জ আব্দুল হামিদ, মাহবুবুর রহমান, সাতক্ষীরা আহ্ছানিয়া মহিলা মিশনের সভাপতি মোছা. কামরুন্নাহার, সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা বেগম, সেলিনা আহমেদ, তাসলিমা খাতুন শিল্পি, মেহেরুননেছা প্রমূখ। অনুষ্ঠান শেষে নলতা রওজা শরীফের খাদেম আলহাজ্জ মো. আব্দুর রাজ্জাক তার নিজ বাড়ির সীমানার মধ্যে সাতক্ষীরা আহ্ছানিয়া মহিলা মিশনের জন্য দেড় শতাংশ জমি প্রদান করেন।
পূর্ববর্তী পোস্ট