সাতক্ষীরা ট্রিবিউন ঃ
সাতক্ষীরায় ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের ধাক্কায় আব্দুল জব্বার সরদার(৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টার সময় সাতক্ষীরা নারিকেল তলা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপালের সামনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক সাতক্ষীরা ধুলিহর ইউনিয়নের শিমুল বাড়িয়া গ্রামের হাশেম সরদারের ছেলে।
প্রত্যক্ষ দর্শীরা জানায়, খুলনার রোড মোড় থেকে একটি ভ্যানে ভ্যানচালক ও তার স্ত্রী নারিকেলতলা মোড়ের দিকে যাচ্ছিল। ঠিক ইসলামী হাসপাতলের সামনে গ্রীন লাইন পরিবনের একটি এসিবাসের বক্সের ডালা খোলা থাকায় সাইড দিয়ে ভ্যান চালকের গলায় ধাক্কা দিলে ভ্যানচালক ও তার স্ত্রী ছিটকে পড়ে যায়। এতে ভ্যানচালক গুরুতর আহাত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তার স্ত্রী সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
নিহতের স্ত্রী সাহিদা বেগম বলেন, তার স্বামী মটর সাইকেলে এক্সিডেন্ট করে বেশ কিছু দিন ধরে চলা ফেরা করতে পারে না। তাই তার স্বামীর নামে প্রতিবন্ধী কার্ড করার জন্য ডাক্তার দেখিয়ে মেডিকেল সার্টিফিকেট নেওয়ার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। পরে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় পথিমধ্যে সাতক্ষীরা ইসলামি হাসপাতালের সামলে আসলে পিছন থেকে একটি বাস ধাক্কা দিলে সে রাস্তার সইডে মাটির উপরে ও তার স্বামী পাকা রাস্তার উপর ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তার স্বামী মারা গেছে বলে জানায়।
সাতক্ষীরা কাটিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, নারকেলতলা ইসলামি হাসপাতালের সামনে গ্রীন লাইন পরিবহনের ধাক্কায় এক ভ্যানচালক গুরুতর আহত হলে স্থানীয়রা পরিবহনটি আটকিয়ে পুলিশের খবর দেয়। খবর পেয়ে কাটিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা তৎক্ষণিক ঘটনা স্থলে উপস্থিত হয় এবং বাসের সুপার ভাইজারকে আটক করে তবে ড্রাইভার পালিয়ে যাওয়ার কারনে তাকে আটক করা সম্ভব হয়নি। এঘটনায় পরবর্তি আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে তিনি জানান।