নিজস্ব প্রতিনিধি : সারাদেশ ব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যে, অপপ্রচারের প্রতিবাদের জেলা আওয়ামীলীগের আহবানে উন্নয়ন শান্তি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ শে জানুয়ারী ) সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ উন্নয়ন, শান্তি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা আওয়ামীলীগের
সভাপতি ( ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, মিসেস সাহানা আকতার মহিদ (বুলুু),আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট অনিত মুখার্জী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক তানভীর হোসাইন সুজন, সদস্য ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বিবিসিসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা । উন্নয়ন ও শান্তি সমাবেশ শেষে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম এর নেতৃত্বে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ণরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।