শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে পত্রিকার প্রয়াত ৬ জন সাংবাদিকদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টেম্বর শনিবার বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের অফিসে প্রয়াত সাংবাদিক দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক আলহাজ্ব শহীদ স,ম আলাউদ্দীন, দৈনিক কাফেলা পত্রিকার সম্পাদক আব্দুল মোতালেব, সাপ্তাহিক দক্ষিনায়ন পত্রিকার সম্পাদক মুফতী আব্দুর রহিম কচি,দৈনিক অনির্বান পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহাসীন হোসেন বাবলু ও দৈনিক সুপ্রভাত পত্রিকার সম্পাদক এ কে এম আনিছুর রহমান স্মরণে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও ক্রেস্ট বিতারন করা হয়।
স্মরণ সভায় দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক নূর ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাপ্তাহিক সূর্যেআলো পত্রিকার সম্পাদক অয়ারেশ খান চৌধুরী,দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক তারেকুজ্জামান, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম,
আর ও বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি, নিরাপদ সড়ক চাই সাতক্ষিরা সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা দিদারুল ইসলাম, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আযাদ,সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম কবির,বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি, প্রভাষক ঈদ্রিস আলী সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন প্রয়াত সাংবাদিকরা সংবাদ পত্রে যে অবদান রেখে গেছে তা স্মরণীয় হয়ে থাকবে।