শাহ জাহান আলী(মিটন) সাতক্ষীরা প্রতিনিধিঃ
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। যথাযথ মর্যাদায় ন্যাশনাল পিপলস্ পার্টি (এন পি পি)সাতক্ষীরা জেলা কার্যালয়ে সকাল ১২:০০ টায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও তাবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা এন পি পি সাংগাঠনিক সম্পাদক দেবব্রত অধিকারির পরিচালনায় সভিপতিত্ব করেন ন্যাশনাল পিপলস্ পার্টি (এন পি পি)সাতক্ষীরা জেলা সভাপতি আঃ হামিদ রানা।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ অসীম বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা এন পি পি যুব পাটির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, এছাড়া উপস্থিত ছিলেন এন পি পির জেলা সহ সভাপতি জুলফিকার আলি, যুগ্ন সাঃ সম্পাদক মনিরুজ্জামান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ প্রবীর সরকার,যুব বিষয়ক সম্পাদক ডাঃ প্রকাশ সরকার,কালিগঞ্জ উপজেলা সভাপতি ডাঃ জি এম ফজলুর রহমান, সাঃ সম্পাদক আঃ রাজ্জাক, সাতক্ষীরা সদর উপজেলা সভাপতি মোঃ সোহেল রানা, সাঃ সম্পাদক কবির হোসেন,দেবহাটা উপজেলার সাঃ সম্পাদক মোঃ আনারুল ইসলাম (ছোট)সহ দলের বিভিন্ন উপজেলা থেকে আগত সদস্যবৃন্দ ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী এক হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের মানুষ হারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৫ আগস্ট কালরাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করে।
শোক দিবসে বক্তারা আরও বলেন, বীরত্ব, ত্যাগ, দৃঢ়প্রত্যয়, নেতৃত্বগুণ একজন রাজনীতিক হিসেবে এর সব কটি বৈশিষ্ঠ্য জাতি দেখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে, যা সহজেই তাঁকে স্বাধীনতার স্থপতি ও জাতির পিতার মর্যাদায় আসীন করেছে। ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তিনি স্থান করে নিয়েছেন বাংলাদেশের মানুষের হৃদয়ে। আজ শোকের দিনে বাঙালি তাদের মহান নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে।
পরিশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ন্যাশনাল পিপলস্ পার্টি (এন পি পি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ শওকাত হোসেন নিলুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।