ফিরোজ হোসেন, সাতক্ষীরা ঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে। (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজুলল হক, সহ- সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন,
যুগ্ম সাধারণ সম্পাদক আ.হ.ম তারেক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, এসময় উপস্থিত ছিলেন , জেলা আওয়ামীলীগের শিক্ষা মানব সম্পাদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেজুতি, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ,, জেলা পরিষদের সাবেক সদস্য আল ফেরদৌস আলফা, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান, হিসাব কর্মকর্তা আবু হুরায়রা প্রমুখ। পরে জেলা পরিষদের আলোচনা সভা শেষে জেলা পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। । এসময় সাতক্ষীরা জেলা পরিষদের কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস. এম খলিলুর রহমান।