স্টাফ রিপোর্টার ঃ দেশ ব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরা জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪ টায় শহরের প্রাণী সম্পদ অফিসের সামনে হতে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ণরায় সেখানে গিয়ে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। আলোচনা সভায় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম নান্টুর সভাপতিত্ব বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীনেতা এস এম তানভীর হোসাইন সুজন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি যুবলীগনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু,জেলা যুবলীগের সদস্য মো. কামরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন যুবলীগনেতা জাবিদ হাসান জনি,আল আমিন,গাজী মো. উজ্জ্বল হোসেন, সাগরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।