মীর ইমরান মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ
ওয়াইল্ডলাইফ মিশন কর্তৃক গত ৩০ আগস্ট ২০২২ ইং তারিখ অনুমান দুপুর ১২.৩০ ঘটিকায় সাতক্ষীরা জেলার তালা উপজেলার সদর ইউনিয়নের আটারই গ্রামে পাখি হত্যার সময় মিশনের সদস্যদের ধাওয়া খেয়ে বহু প্রাচীন পেশাদার পাখি হত্যাকারী নাম : জুলফিক্কার জুলু মোড়ল ( আনুমানিক ৫০), পিতা : বাবু মোড়ল, গ্রাম : আটারই, তালা, সাতক্ষীরা একটি এয়াররাইফেল (Model 35) ও দুটি গুলি ফেলে রেখে গুলিবিদ্ধ পাখির ব্যাগ নিয়ে দৌড় দেয়।
মিশনের প্রধান উপদেষ্টা ড: মোল্লা রেজাউল করিম, সভাপতি জনাব বিএম জুলফিকার রায়হান ও ঢাকা বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সদস্য শেখ জসিমের দিক নির্দেশনা অনুযায়ী উদ্ধারকৃত এয়াররাইফেলটি তালা থানা অফিসার ইনচার্জ জনাব আবু জিহাদ ফখরুল আলম খান মহোদয় নিকট হস্তান্তর করেন।
উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন মিশনের সাধারন সম্পাদক রাশেদ বিশ্বাস, ছাত্র বিষায়ক সম্পাদক রাকিব হোসেন, অর্থ সম্পাদক রেদোয়ান উল ইসলাম, দপ্তর সম্পাদক ইউনুস আলি, সমাজ কল্যান সম্পাদক ইমরান হোসেন জুয়েল, সদস্য রায়হান শেখ মনা, আসিফ ও হাসান।