নিজস্ব প্রতিনিধি : উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরায় ৪ টি
সংসদীয় আসনে ৩০জন প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ
দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে সাতক্ষীরা জেলা প্রশাসকের
সম্মেলন কক্ষে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক
মোহাম্মদ হুমায়ূন কবির প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন। এসময় সাতক্ষীরা ৩ আসনে ন্যাশনাল পিপলস পার্টি ( এনপিপি) মনোনীত প্রার্থী ও ন্যাশনাল পিপলস পার্টি ( এনপিপি) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হামিদ রানার হাতে এনপিপির দলীয় প্রতিক আম মার্কা তুলে দেন জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক
মোহাম্মদ হুমায়ূন কবির। এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক দেব্রত অধিকারী, কোষাধ্যক্ষ মোঃ আলাউদ্দিন, দপ্তর সম্পাদক প্রকাশ সরকার, মহিলা বিষয়ক সম্পাদক রিনি সুলতানা, এনপিপির দেবহাটা উপজেলার সভাপতি শেখ আহসান আল মামুন বাবলু ও সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম ছোট, কালিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাতক্ষীরা জেলা ন্যাশনাল পিপলস্ যুব পার্টির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামসহ জেলা ও বিভিন্ন উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রার্থীর নির্বাচনী প্রতীক বরাদ্দ
পূর্ববর্তী পোস্ট