ফিরোজ হোসেন, সাতক্ষীরা : প্রেসক্লাব এর নির্বাচন পরিচালনা ও সদস্য যাচাই বাছাই কমিটির কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যরা। সাতক্ষীরা বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত প্রেসক্লাব বিষয়ে যে যুগান্তকারী রায় প্রদান করেছেন এবং উক্ত আদেশ সুপ্রীমকোট চেম্বার বিচারপতি বহাল রাখায় দৃশ্যতঃ সাতক্ষীরা প্রেসক্লাব এর নির্বাচন ও সদস্য যাচাই বাছাই এর ক্ষেত্র ত্বরান্বিত হয়েছে। গতকাল সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যরা মোতালেব মিলনায়তনে সভা করে সাতক্ষীরা পুলিশ সুপারের নেতৃত্বাধীন নির্বাচন পরিচালনা ও সদস্য যাচাই বাছাই কমিটির কার্যক্রমকে স্বাগত জানান এবং সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আদালতের আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে সদস্যদের পূর্ন সমর্থন থাকার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। দৃষ্টিপাত প্রকাশক ও সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সদস্যরা তাদের বক্তৃতায় বলেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত এর আদেশ এবং আপিল বিভাগের চেম্বার জজ উক্ত আদেশ বহাল রাখায় প্রেসক্লাবের স্বাভাবিক পরিবেশ যেমন ফিরে এসেছে অনুরূপ ভাবে সদস্যদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরেছে। সদস্যরা আগামীতে প্রকৃত সদস্যদের অংশ গ্রহনের মাধ্যমে প্রেসক্লাব পরিচালনা কমিটি নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অপেক্ষার প্রহর গুনছেন। সাতক্ষীরা পুলিশ সুপারের নেতৃত্বাধীন নির্বাচন পরিচালনা কমিটি ও যাচাই বাছাই কমিটির কার্যক্রম এগিয়ে চলুক এমন প্রত্যাশা সদস্যদের। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাপ্তাহিক ইচ্ছানদী সম্পাদক মকসুমুল হাকিম, দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক মাছুদুজ্জামান সুমন, দৃষ্টিপাতের মফস্বল সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, আজকের সাতক্ষীরার নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর কবির, আজকের সাতক্ষীরার সিনিয়র সহ সম্পাদক শেখ তৌহিদুর রহমান ডাবলু, দৈনিক আমার সংবাদের কাজী নাসির উদ্দীন, গনকণ্ঠের শাহ আলম, দৈনিক লাখো কণ্ঠের জেলা প্রতিনিধি ফিরোজ হোসেনদৈনিক অগ্রসরের আশরাফুজ্জামান মুকুল, দৈনিক বর্তমানের জাহিদ হাসান, মুক্ত স্বাধীনের নাজমুল হাসান, দৈনিক লাখো কণ্ঠের ফিরোজ হোসেন, দি বাংলাদেশ টুডের মতিয়ার রহমান মধু, দৈনিক নিরপেক্ষর শহিদুল ইসলাম, দৈনিক চিত্রের কামরুল ইসলাম, দৈনিক দেশের কণ্ঠের শহিদুল ইসলাম শহীদ, দৈনিক স্বাধীন মতের সাইফুল আজম খান, অঞ্চলের নাজমুল হুসাইন, আজকের বসুন্ধরার সাবিনা ইয়াসমিন, রাজপথের দাবীর শাহ নেওয়াজ মাহমুদ রনি, মুক্ত খবরের মনিরুজ্জামান মনি, দৈনিক সংযোগ বাংলাদেশের জেলা প্রতিনিধি আবু সাইদ প্রমুখ।