ফিরোজ হোসেন, সাতক্ষীরা :সাতক্ষীরা সদর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন অর্ণব দত্ত।
সোমবার (১৫ ডিসেম্বর ) নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি। এসময় নবাগত ইউএনওকে বরণ করে নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা।
তাকে বরণের সময় উপজেলা নির্বাহী প্রকৌশলী, ইয়াকুব আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, নবাগত ইউএনও নেত্রকোনা জেলার বাসিন্দা।
সাতক্ষীরায় যোগদান এর আগে তিনি রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কর্মজীবনে তিনি বরিশাল জেলার উজিরপুর ও সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। নবাগত ইউএনও
বুয়েট হতে অনার্স শেষ করে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার হতে মাস্টার্স ডিগ্রী অর্জণ করেন। তিনি ৩৭ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিসিএস ক্যাডার হিসেবে প্রশাসনে যোগদান করেন।
