নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার অসহায় নারীদের স্বাবলম্বী
করতে পায়ে চালিত সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট)
দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল কনফারেন্স রুমে সদর উপজেলা
নিবার্হী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ
সেলাই মেশিন বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১
বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো.
আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সদর
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যদের
মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান
ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সদর উপজেলা
সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
মো. জাহিদুর রহমান, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, সদর উপজেলা
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা কৃষি অফিসার
কৃষিবিদ রফিকুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দূল
গনি, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সদর উপজেলা
প্রাণী সম্পদ অফিসার নাজমুস সাকিব, সদর উপজেলা সহকারি মৎস্য অফিসার মো.
লুৎফর রহমান, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান,
ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল হোসেন, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো.
লুৎফর রহমান, শিবপুর ইউপি চেয়ারম্যান এস.এম আবুল কালাম, আগরদাঁড়ি ইউপি
চেয়ারম্যান কবির হোসেন মিলন প্রমুখ। সাতক্ষীরা সদর-২ আসনের মাননীয় সংসদ
সদস্যের ডিও অনুযায়ী ২০২১-২০২২ অর্থবছরে মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার
মাধ্যমে পা চালিত ৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় সদর উপজেলা
প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট