মাছুম বিল্লাহ: সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। সদরের বিভিন্ন ইউনিয়নে জমির পর জমিতে সরিষা চাষ দেখা যা”ছে।এতে করে লাভের আশায় এখন কৃষকের মুখে হাসি।
সদরের বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়,সদরের ১৪টি ইউনিয়নের মাঠে মাঠে সবুজ সরিষা গাছের সমারহ। এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় সঠিক সময়ে বীজ রোপণ করার সুযোগ পেয়েছেন কৃষকেরা। ফলে কয়েক বছরের তুলনায় এবছর সরিষার ভালো ফলন হবে বলে আশা করছেন স্থানিয় কৃষি অফিস।এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:নাজমুল হুদা বলেন,এ বছর সাতক্ষীরা সদর উপজেলায় ৪১০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা স্থীর করা হয়েছে তবে এ বছর এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
পূর্ববর্তী পোস্ট