সাতক্ষীরা প্রতিনিধিঃ
তেল, গ্যাস, খাদ্যদ্রব্যসহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রদল নেতা নূরে আলম সিদ্দিকী ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমকে হত্যা ও দেশনেত্রী বেগম খাদেলা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪টায় পলাশপোলস্থ পুরাতন মাইক্রো স্ট্যান্ডে জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, যুগ্ম আহবায়ক তারিকুল হাসান, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, সদস্য এড. তোজাম্মেল হোসেন তোজাম, আইনুল ইসলাম নান্টা, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, অনুষ্ঠান প্রস্তুত কমিটির আহবায়ক আবুল হাসান হাদী, সদস্য এড. নুরুল ইসলাম, প্রভাষক আতাউর রহমান, নূরে আলম ছিদ্দিকী, মহিলা দলের সভাপতি ফারিদা আক্তার বিউটি, সাধারন সম্পাদক খুরশিদ জাহান শীলা, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল আহমেদ মানিক, সদস্য সচিব এড. কামরুজ্জামান ভুট্রো, জাজাসের সভাপতি ফারুক হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য এড এ.বি.এম সেলিম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মো. আবু সাইদ, ইসমাঈল হোসেন নিরব, ইউনিয়ন বিএনপি নেতা মো. শফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ ইউনিয়ন বিএনপির সভাপতি/ সাধারণ সম্পাদকসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আবুল হাসান হাদী।