ফিরোজ হোসেন, সাতক্ষীরা :
সাতক্ষীরা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে “গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে । ২২ মে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সার্কিট হাউজ কনফারেন্স রুমে
বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসন এর সহযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধন করেন ও রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল । বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্বের উপর রিসোর্স পার্সন হিসেবে আলোচনা রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সচিব(উপ সচিব) মো: আব্দুস সবুর।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল। কর্মশালা শেষে জেলার প্রশিক্ষনপ্রাপ্ত সাংবাদিকদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।