মোঃ আকবর হোসেন,তালাঃ
সাতক্ষীরা তালায় সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে নিন্দা, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(০৭ জুলাই) তালা পুরাতন বিদে হাই স্কুল মাঠ সংলগ্ন তিন রাস্তার মোড়ে, অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে শত শত মুছুল্লি সমাবেত হয়। পবিত্র জুম্মা নামাজ শেষে বিভিন্ন মসজিদসহ আশে পাশের এলাকা হতে শত শত ধর্মপ্রান মুসলমান এ প্রতিবাদ সভায় অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন। বক্তব্য রাখেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা তাওহিদুর রহমান। কাসেমুল উম্মুল মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ, মাগুরা বাজার মসজিদের ইমাম মাওলানা কবিরুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা তাওহিদুর রহমান। তালা আদর্শ যুব সংঘ, মেলা বাজার শাহী মসজিদ, উপজেলা তাওহীদী জনতা ব্যানারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও ইমাম পরিষদ, তালা ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশন, উলামা পরিষদ, ইসলামী ফাউন্ডেশন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনসাধারন. সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে আইন শৃংখলাসহ সার্বিক বিষয় তদারকি করেন, তালা থানার অফিসার্স ইনচার্জ চৌধুরী রেজাউল করিম এর নেতৃত্বে তালা থানা পুলিশ। এ ছাড়াও ডিএসবির সদস্যবৃন্দের সহযোগীতায় কোন রকম বিশৃংখা ছাড়ায় শান্তিপূর্ণভাবে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ শেষ হয়।
পূর্ববর্তী পোস্ট