মোঃ আকবর হোসেন, তালাঃ
এক সময়ের চুরি,ছিনতাই ও মাদক ছিলো যার পেশা, সেই অপরাধ জগৎ ছেড়ে দিয়ে সুস্হ ও স্বাভাবিক জীবনে ফিরেছেন আশরাফ মোল্লা৷ তিনি সাতক্ষীরা তালা উপজেলা মাগুরা ইউনিয়নের চাঁদকাটি গ্রামের মৃত সওকত মোল্লার পুত্র ৷ এই জন্য তিনি স্বেচ্ছায় তালা থানায় আত্নসমার্পণ করেছেন ৷
আশরাফ জানান, একসময়ের তালা উপজেলা সহ জেলা জুড়ে চুরি,ছিনতাই ও মাদক ক্রয় বিক্রয়ের কাজ করে অন্ধকার জগতে নাম লিখিয়েছিলেন তিনি। অন্ধকার জগতে কাজ করার দায়ে মামলাসহ কয়েকবার জেল-হাজতও খেটেছেন । কিন্তু সব কিছু ছেড়ে এসে এখন স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করে ভালো হতে চান তিনি। ইতি মধ্যে ভালো হতে চেয়ে সাতক্ষীরার কাছে পুলিশ সুপার শরণাপন্ন হয়ে ছিলেন৷ পুলিশ সুপার এর পরামর্শে স্ত্রী, মা ও ছেলেদের সাথে নিয়ে তালা থানায় স্ব শরীরে হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন তিনি।
তিনি আরও জানান, এখন চুরি,ছিনতাই,মাদক ব্যবসা ছেড়ে দিয়ে ইটের ভাটায় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সৎ জীবন যাপন করছেন, এতে তিনি অত্যান্ত স্বাচ্ছন্দ বোধ করেন৷ তিনি আরও বলেন, আমার দুটি ছেলে বড় হয়েছে। তাদের মুখের দিকে তাকিয়ে সব কিছু ছেড়ে দিয়ে ইটের ভাটায় কাজ করে খাচ্ছি। আমি আর কখনও ঔসব অন্ধকার পেশায় যাবো না। আমাকে আপনারা একটু সুযোগ দেন ভালো হওয়ার জন্য।
আশরাফ মোল্লার মা আনোয়ারা বলেন, আমার ছেলেটা একসময় এলাকায় চুরি ছিনতাই করত। এখন সে ভালো হয়ে গিয়েছে কাজ-কর্ম করে সংসার চালাই। আপনাদের কাছে অনুরোধ আমার ছেলেকে ভালো হওয়ার সুযোগ দিন।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানাৱ আশরাফ চুরি ছিনতাই ও মাদক ব্যবসায় যুক্ত ছিলেন। তার নামে ৬টি মামলা ছিলো, ২ টি মাদক ও ৪ টি চুরি মামলা রয়েছে। সম্প্রতি এলাকায় কিছু চুরির বিষয়ে তাকে সন্দেহ করা হলে সে সাতক্ষীরা পুলিশ সুপার স্যারের মাধ্যমে থানায় হাজির হয়ে প্রতিজ্ঞা করেছেন যে, সে আর কোনদিন চুরি,ছিনতাই ও মাদক ব্যবসা করবেন না। স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান। তাই তাকে একটি সুযোগ প্রদান করা হয়েছে।