স্টাফ রিপোর্টার :৩০ আনসার ব্যাটালিয়নের মাসিক সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে।
সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণকারিদের সঙ্গে পরিচালক এনামুল খাঁন
প্রতি মাসের ন্যায় ৩০ সেপ্টেম্বর সাতক্ষীরা ৩০ আনসার ব্যাটালিয়ন,
পুরাতন জমিদার বাড়ী, ব্যাটালিয়ন সদর দপ্তরে এক মনোজ্ঞ মাসিক সাংস্কৃতিক
সন্ধার আয়োজন করা হয়। উক্ত সাংস্কৃতিক সন্ধায় পরিচালক এনামুল খাঁন প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থাকেন। অত্র ব্যাটালিয়নের নিয়মিত কার্যক্রমের
পাশাপাশি সৈনিকদের মনোবল ও কাজের গতি বৃদ্ধির লক্ষে আগ্রহী ব্যাটালিনের
বিভিন্ন পদবীর সদস্যদের সমন্বয়ে আনন্দদায়ক এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধার
আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিচালক এনামুল খাঁন ও তার দল একটি স্বরচিত
গান পরিবেশন করেন। অনুষ্ঠানে আরোও গান পরিবেশন করেন অত্র ব্যাটালিয়নের
কোম্পানী কমান্ডার মাইনুল হাসান, ব্যাটালিয়ন আনসার মোঃ আনোয়ার
হোসেন, ল্যান্স নায়েক মোঃ শামীম পারভেজ, ব্যাটালিয়ন আনসার মোঃ শফিকুল
ইসলাম, ব্যাটালিয়ন আনসার মোঃ হুমায়ুন কবির, ব্যাটালিয়ন আনসার শুভ আহমেদ,
ব্যাটালিয়ন আনসার মোঃ মোকাদ্দেস আলী, ল্যান্স নায়েক মোঃ ফরিদ হোসেন,
ব্যাটালিয়ন আনসার মোঃ আব্দুল বারেক, ল্যান্স নায়েক আব্দুল কাদের, ল্যান্স নায়েক
মোঃ আবুল হোসেন, ব্যাটালিয়ন আনসার মোঃ আকাশ এবং ব্যাটালিয়ন আনসার
মোঃ রিয়াজ হোসেন। অনুষ্ঠানে মনোমুগ্ধকর ফ্যাশন শো পরিবেশন করেন ২৩ ব্যাচের
ব্যাটালিয়ন সৈনিকবৃন্দ। পরে পরিচালক এনামুল খাঁন সকলের উদ্দেশ্যে দিক
নির্দেশনামূলক বক্তব্য প্রদান কালে সুস্থ সংস্কৃতি চর্চার এ ধারা তিনি যতদিন
দায়িত্বে আছেন ততদিন অব্যহত রাখার আশাবাদ ব্যাক্ত করেন। এবং অনুষ্ঠানে
উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে সাংস্কৃতিক সন্ধার সমাপ্তি ঘোষনা করেন।
তাছাড়াও পরিচালক এনামুল খাঁন প্রতি মাসের ন্যায় সৈনিকদের মেসে মাসের শেষ
দিন হিসেবে বড় খানায় অংশগ্রহণ করেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের সকল পদবীর
সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩০ আনসার ব্যাটালিয়নের কোম্পানী
কমান্ডার মাইনুল হাসান।