নিজস্ব প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২আসনের স্বতন্ত্র পদপ্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক ঈগল প্রতীকের লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় পৌরসভার ৫নং ওয়ার্ডের চালতেতলা বাগান বাড়ি এলাকায় নির্বাচনী ঊঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্য এমপি রবি বলেন,“বিগত ১০ বছরে সাতক্ষীরা সদরে জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এবার সাতক্ষীরা-২ আসনে নৌকা নেই। আমি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দুইবারের এমপি। এবার আমার প্রতীক ঈগল পাখি। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকে সবাই ভোট দেবেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় এবং মূল্যবাণ ভোট পেলে ইনশাল্লাহ আমি আবারও এমপি হবো। সাতক্ষীরা-২আসনের জনগণ ও ভোটাররা উন্নয়ন ও শান্তির জন্য ইনশাল্লাহ এবার ঈগল পাখিতে ভোট দেবে। জননেত্রী শেখ হাসিনাকে ৫ম বারে মতো বাংলার প্রধানমন্ত্রী করবে ইনশাল্লাহ।” এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ¦ মো. আব্দুল মান্নান, মনির উদ্দীন মাস্টার প্রমুখ। নির্বাচনী উঠান বৈঠক শেষে ঈগল প্রতীকের লিফলেট বিলি করে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা যুবলীগের সদস্য এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, জেলা যুবলীগের সদস্য এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, জেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র দাস, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন ঢালী, পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক এস.এম তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাইদুর রহমান অপু, মহাসীন, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, কাজী সাদিকুজ্জামান দীপ, আজমির হোসেন ফারিব প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।