নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএমডি মোস্তাকিম এবং সাধারণ সম্পাদক শম্ভু চরন মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, প্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ জাকির হোসেন, আলমগীর আলম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা সাকিল, দপ্তর সম্পাদক জগদীশ সানা প্রমুখসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।