আহসান উল্লাহ বাবলু : আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP) দের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে ডাঃ সুদেষ্ণা সরকার বলেন মহামারী করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে সিএইচসিপিদের ভূমিকা সবচেয়ে বেশি। সাধারণ মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালাতে হবে এবং বিদেশ ও বিভিন্ন জেলা থেকে যারা এলাকায় আসবে তারা যাহাতে হোম কোয়ারেন্টাইন মেনে চলে সে ব্যাপারে সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিজের সেফটি নিজেকে তৈরি করতে হবে। তিনি ঘূর্ণিঝড় যশ মোকাবেলায় কমিউনিটি ক্লিনিকে কর্মরত সকল সিএইচসিপিদের অগ্রণী ভূমিকা পালনের দিক-নির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান, পরিসংখ্যানবিদ আব্দুল খালেক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন সহ পরিদর্শক ও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি বৃন্দ।
পূর্ববর্তী পোস্ট