স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা থানার ওসি (তদন্ত) তুহিনুজ্জামান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবাবর কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, প্রাণি সম্পদ অফিসারে ডাঃ তোহিদ হোসেন, কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা সাব- জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলাম জুয়েল, খানজিয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সিরাজুল ইসলাম, দেবহাটা ক্যাম্প কমান্ডার বশির উদ্দীন, টাউনশ্রীপুর ক্যাম্প কমান্ডার মোশারুল আলম, ভাতশালা ক্যাম্প কমান্ডার বাবুল হোসেন, শাখরা-কোমরপুর ক্যাম্প কমান্ডার নুরুল ইসলামসহ দেবহাটা উপজেলার সকল ইউনিয়নের সদস্য, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন।
সভায় সিদ্ধান্ত হয় যে, মাদক, সন্ত্রাস প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, অবৈধ ভাবে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এছাড়া পরিবেশ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পূর্ববর্তী পোস্ট