মোঃ আকবর হোসেন,তালাঃ
সাতক্ষীরা তালা তেতুলিয়া ইউনিয়নে তেরশি মৌজায় মথুরা সরকারী জলাশয় দখলবাজদের হাত হতে রক্ষা ও জলাশয় অবমুত্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ৷
সোমবার(১০ জুলাই) মথুরা বিলে অনুষ্ঠিত মানব বন্ধন হতে স্হানীয় তেতুলিয়া ইউনিয়নের লাউতাড়া এলাকার গফ্ফার সরদার ,জামাল সরদার ,আইয়ুব আলী সরদার, জানান তেতুলিয়া ইউনিয়নে তেরশি মৌজায়, লাউতাড়া,হাড়িয়াঘোপ, ফতেপুর, মমিনপুর,খোপদইসহ ৮টি গ্রাম মিলে মোট দেড়হাজার বিঘা সম্পতি খাস হিসেবে আছে, পূর্বে সরকারী জলাশয় উন্মুক্ত হিসেবে জনসাধারন মাছ মেরে জীবিকা নির্বাহ করতো, বর্তমানে সেই জমি কেশবপুর এলাকার কিছু ক্ষমতাধর ব্যক্তিরা জবর দখল করে খাচ্ছে, সরকারী ভাবে প্রতি বৎসর মাছ অবমুক্ত করা হতো, দখলবাজরা বর্তমানে ৮৫ ঘের হিসেবে এর নাম করন করে বিল মথুরা সমবায় সমিতি ব্যানারে সরকারী জলাশয় জবর দখল করেছে৷ জলাশয়ে দেশীয় মাছ কৈ,শিং,মাগুর,টাকিসহ বিভিন্ন প্রকৃতির মাছ এর অভয়শ্রম হিসেবে পরিচিত ছিলো, আমরা জলাশয় অবমুক্তির কথা বললে তারা দেশীয় অস্ত্র, লাঠি নিয়ে আমাদের উপর আক্রমন করতে আসে, আমরা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে, কোন সংঘাতে না জড়াইয়া তালা উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছি ৷ বর্তমানে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি ৷
এ বিষয়ে অভিযুক্ত কেশবপুর ফতেপুর এলাকার ৮৫ঘের মালিকের পক্ষে আসাদুজ্জ্মান,
আলমগীর হোসেন , মোঃ মতিয়ার রহমান
মোঃ শহিদুল ইসলাম জানান, আমরা ৮৫ পরিবার মিলে বিল মথুরা সমবায় সমিতি ব্যানারে ঘের করেছি, আমরা তালার কোন জমি দখল করেনি ৷
এ বিষয়ে তেতুলিয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, বিষয়টি আমার নজরে এসেছে, গ্রাম বাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছে, আমিও চাই মথুরা বিল যেহেতু তালা ও কেশবপুর দুটি উপজেলার সরকারী খাস জমি সেহেতু দুটি উপজেলার সীমানা নির্ধারন করা খুবইয় প্রয়োজন, কেশবপুর উপজেলার ফতেপুর গ্রামের লোকজন তালা উপজেলার বিল দখল করেছে, সেহেতু পরিস্হিতি স্বাভাবিক করতে জরুরী আইনি পদক্ষেপ নেয়া প্রয়োজন,