মাছুম বিল্লাহ :সাতক্ষীরা সদর উপজেলার কদমতলায় সন্ধানী লাইফ ইন্সুরেন্স এর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আতিকুর রহমানের বিরুদ্ধে। তিনি বিভিন্ন কৌশলে টাকা হাতিয়ে নিয়েছেন গ্রামের অসহায় মানুষের কাছ থেকে।
তথ্যসুত্রে, গ্রাম্য ডাক্তার উত্তর কাটিয়ার মাহবুবুর রহমানের ছেলে আতিকুর রহমান কদমতলা সন্ধানী লাইফ ইন্সুরেন্স এর শাখা প্রধান বিভিন্ন অঞ্চলে সিন্ডিগেট লাগিয়ে গ্রামের অসহায় মানুষের লোভ লালসা দেখিয়ে বিমা করিয়েছেন। কিন্তু বিমা শেষ হওয়ার পর সন্ধানী লাইফ ইন্সুরেন্স এর শাখা অফিসে গ্রাহকরা গেলে গালিগালাজ করে বের করে দেন। টাকা উত্তলন করতে অফিসের সামনে আমতলা গ্রামের কয়েকজনের সাথে কথা হলে তাদের মধ্যে আকিদা খাতুন বলেন, টাকা জমা দিয়েছি এখন বীমা শেষ হয়েছে,আমার বইতে টাকা তোলা আছে কিন্তু বই জমা নিচ্ছে না আমাদের টাকা দিচ্ছে না। আমরা কোথায় যাবো? আতিকুরের কাছে গিয়েছিলাম সে আমাদের অকথ্য ভাষা বলে বের করে দিয়েছে।এ বিষয়ে কদমতলা সন্ধানী লাইফ ইন্সুরেন্স এর আতিকুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, সমস্ত সংবাদ পত্রে সংবাদ ছাপলে কাজ হবে না, আমি সমস্ত সংবাদপত্রকে লেখার অযোগ্য ভাষা ব্যাবহার করেন ।
এ বিষয়ে সন্ধানী লাইফ ইন্সুরেন্স এর পরিচালক জয়নুল আবেদিন জুলু এর সাথে কথা হলে তিনি বলেন, বিষয়গুলো শুনেছি আমি ব্যাবস্থা গ্রহন করব।অসহায় মানুষগুলো এ বিষয় উর্দ্ধোতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন
পূর্ববর্তী পোস্ট