মাছুম বিল্লাহ:সাতক্ষীরা সদর উপজেলায় বোরো ধানের বীজতলা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কৃষক।শীতে বিভিন্ন ধরণের রোগ দেখা দিচ্ছে।
সরেজমিনে দেখা যায় , সাতক্ষীরা সদর উপজেলার শৈত্যপ্রবাহের ফলে বোরো ধানের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে।বীজতলার কচি পাতা লালচে হয়ে কুকড়ে গেছে, কোথাও কোথাও চারা মারা গেছে।এখন সন্ধা হলেই কৃষক বীজতলা পলিথিং পেপার দিয়ে ঢেকে রাখছে তারপরও বিভিন্ন রোগ দেখা দিচ্ছে।সন্ধায় গ্রামের প্রতিটি চায়ের দোকানে বীজতলা কিভাবে রক্ষা করা যায় সে আলোচনা করছেন কৃষক। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো: মনীর হোসেন বলেন, আমরা প্রতিদিন কৃষকদের সচেতন করছি এবং বলছি গরম পানি দেতে আর না দিতে পারলে বিকালে পলিথিং দিয়ে বীজতলা ঢেকে রাখতে হবে এবং সকালে সুর্য দেখা গেলে সরিয়ে ফেলতে হবে।তাছাড়া আমরা কৃষকদের থিয়োভিট স্প্রে করতে বলছি।
পূর্ববর্তী পোস্ট