ফিরোজ হোসেন, সাতক্ষীরা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা অবহিতকরণ ও প্রতিপালন বিষয়ে সাতক্ষীরা জেলার ৪টি আসনের প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন নির্বাচনে আচরণ বিধিমালা কোনমতেই লংঘন করা যাবে না। তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচার ও গণসংযোগ করা যাবে। এসময় জেলা রিটার্নিং অফিসার আচরণ বিধিমালা জেলা রিটার্নিং অফিসার আচরণ বিধিমালা পড়ে শোনান এবং সকলকে অবগত করেন। এছাড়া জেলার রিটার্নিং অফিসার আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রার্থীদের নিকট থেকে বিভিন্ন মতামত জানতে চান। এসময় প্রার্থীরা স্ব-স্ব সংসদীয় আসনের মতামত ও অভিযোগ তুলে ধরেন। অবহিতকরন সভায় নির্বাচন অফিসার শফিকুল ইসলামসহ জেলার চারটি আসনের প্রার্থী ও প্রার্থীদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।