স্টাফ রিপোর্ট : আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর ২ আসনের মহাজোট মনোনীত প্রার্থী মো. আশরাফুজ্জামান আশুর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে রসুলপুর এলাকায় সাতক্ষীরা পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সমীর কুমার বসুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকার প্রত্যাহারকৃত প্রার্থী মো: আসাদুজ্জামান বাবু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের মহাজোটের প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা জেলা আ.লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি,সদর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ও জেলা আ.লীগের নেতা এস,এম শওকত হোসেন,, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী,
সদর উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফুল আলম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা সৈনিকলীগের সভাপতি মাহমুদ আলী সুমন।
আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মীর মশাররফ হোসেন মন্টু, জেলা ছাত্র সমাজের সভাপতি ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, ৯ নং ওয়ার্ড জাতীয় পাটির সভাপতি স্বপন কুমার সরকার, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা,জেলা বাস, মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কালু। এ
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেতৃ বাবু ভাই এর নৌকা প্রত্যাহার করে লাঙ্গলের মনোনয়ন দিয়েছেন। নেতৃ নির্দেশনা দিয়েছেন লাঙ্গলের প্রার্থীর পক্ষে কাজ করতে। সেই জন্য লাঙ্গলের জন্য আমরা কাজ করছি। যিনি এমপি ছিলেন তিনি করছেন, তিনি সারা সাতক্ষীরায় এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে নিয়োগ বাণিজ্য করেননি।
বক্তারা আরো বলেন, সাতক্ষীরা পৌরসভার রাস্তা ঘাটের কি উন্নয়ন হয়েছে। এমপি কি কাজ করেছে, আপনারা দেখেছেন। লাুটপাট করে নিজের আখের গুছিয়েছেন। তিনি খুনী সবুরদের জমি রক্ষা করার জন্য কাজ করেছেন। এই জগদ্বল পাথর আমাদের শোষন করার চেষ্টা করেছে। তিনি নিজের ভাই বোনকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বসিয়ে আখের গুছিয়েছেন। দশবছরের দুঃশাসনের বিরুদ্ধে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং ৭ ই জানুয়ারী লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে দূর্ণীতিবাজদের সাতক্ষীরা থেকে বিদায় করবেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর।