ফিরোজ হোসেন, সাতক্ষীরা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৪ উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) বিকেলে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. নজরুল ইসলাম বলেন, সব সময় মনে রাখতে হবে আমরা বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী। বঙ্গবন্ধু কি করেছেন জনগনের জন্য সেটি এখনো অবিস্মরণীয় নন্দিত হয়ে আছেন বিশ্বের কাছে। সেটি আমাদের জানতে হবে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা সকলের প্রচেষ্টায় পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন,এটি আমাদের গর্বিত করেছেন। আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধুর আদর্শ সব সময় সমুন্নত রাখবো যাহাতে কোনভাবেই যেন তার আদর্শ ভূলুণ্ঠিত না হয়। আমরা কখনো আমার আপনার রাজনীতি ব্যক্তি পূজারী হবো না। প্রকৃত আদর্শ থেকে কখনো পিছপা হবো না।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, মিসেস সাহানা আকতার মহিদ (বুলুু), যুগ্ম সাধারণ সম্পাদক আ. হ. ম তারেক উদ্দীন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এস.এম শওকত হোসেন,আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গনি, কৃষি ও সমবায় সম্পাদক ডাঃ মুনসুর আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যাপক আফসার আহমেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এডভোকেট আজহারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট অনিত মুখার্জী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, জেলা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান আশিক, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা সৈনিকলীগের সভাপতি মাহমুদ আলী সুমন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বিবিসি, শাহজান সিরাজ, সীমা সিদ্দিকী, শেখ আব্দুস সেলিম। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান গোলদার, উপ দপ্তর সম্পাদক আসাদুজ্জামান লিটু, নির্বাহী কমিটির সদস্য মীর মশাররফ হোসেন মন্টু, এডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, মোস্তাফিজুর রহমান নাছিম, শেখ মনির হোসেন মাসুম,মো. শামছুর রহমান, ইসমত আরা বেগম। এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।