স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৮ টায় খুলনা রোডস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে। পরে দুপুর ২ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ৭ ই মার্চের ভাষণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মুহাঃ আবুল খায়ের, সিনিয়র শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ, আনোয়ার কবির, ওয়ালিদুর রহমান, রবিউল ইসলাম তুহিন প্রমুখ। এসময় বিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।