ফিরোজ হোসেন: ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় এ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. সরোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ- পরিচালক মাশরুবা ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিঞ্চুপদ পাল, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সজীব খান, বীর মুক্তিযোদ্ধা মশাররফ হোসেন মশু। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এর আগে সকাল ৭ টায় জেলা প্রশাসন ও জেলা পুলিশ বঙ্গবন্ধুর ম্যুরালে বিনম্র শ্রদ্ধাঞ্জলী অপর্ণ করেন। স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মাশরুবা ফেরদৌস এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী অর্পণে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন, জেলা ম্যাজিস্ট্রেট বিঞ্চুপদ পালসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। জেলা পুলিশ সুপার মো. মতিউর রহমান সিদ্দিকীকের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী অর্পণে উপস্থিত ছিলেন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সজীব খানসহ পুলিশ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া বিভিন্ন পয়েন্টে দিনব্যাপী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচার করা হয় এবং সন্ধ্যা ৬টায় খুলনা রোডের মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বঙ্গবন্ধুর উপর আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী।
পূর্ববর্তী পোস্ট