মাসুদ আলী ঃ সাতক্ষীরা মৌচাক সাহিত্য পরিষদের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১২ ই রমযান ( ২৩ ই মার্চ) শনিবার বিকাল ৫ টায় শহরের জনতা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ কার্যালয়ের ২য় তলায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মৌচাক সাহিত্য পরিষদের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মো. আব্দুল বারী’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি আবদুল ওহাব আজাদ এর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নূর ইসলাম। আরো বক্তব্য রাখেন, কবি পল্টু বাশার, অধ্যক্ষ মো. ইমদাদুল হক, মৌচাক সাহিত্য পরিষদের উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন, শেখ আজিজুল হক, তৃপ্তি মোহন মল্লিক, সাতক্ষীরা কবিতা পরিষদের সভাপতি মন্ময় মনির, জেলা সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক ম জামান। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ- সভাপতি মো. রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মছরুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মজিদ, সহ সাহিত্য সম্পাদক রফিকুল বারী, সমাজ কল্যাণ সম্পাদক আশরাফুল হক রাজ্জাক,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মুছা করিম, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানা জামান, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা গুলশান আরা, কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান মুন্না, মেফতাহুল জান্নাত, মোঃ আব্দুল আজিজ , মোঃ হযরত আলী, কবি সিরাজুল ইসলাম, কবি সায়েম ফেরদৌস মিতুল, শিক্ষক শফিকুল ইসলাম, আবুল কাশেম।
এসময় জেলার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাও: আনোয়ারুল হাসান।