স্টাফ রিপোর্টার: আসন্ন উপজেলা পরিষ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু।
মঙ্গলবার (২ এপ্রিল) সদর উপজেলার বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করেন। এ সময় তিনি বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়ের কালে মশিউর রহমান বাবু বলেন, তৃনমূলের সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছি, আপনাদের সমর্থণ ও দোয়া নিয়েই মাঠে নামতে চাই, এ জন্য আমি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করা শুরু করেছি। বিগত দিনে আমি উপজেলা চেয়ারম্যান না থেকেও ব্যক্তিগতভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি, কেউই আমার থেকে নিরাশ হয়নি। আমি সারাজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই ।
গণসংযোগে সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব ও জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাস, জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি আবু ইয়াসিন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ফিংড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চান্দুসহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।