আক্তারুল ইসলাম:সাতক্ষীরার পাটকেলঘাটায় পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় উভায় পক্ষের ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ৫ এপ্রিল শুক্রবার দুপুরের দিকে পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের দক্ষিণ পাড়ায়। এঘটনায় উভায় পক্ষ থানায় অভিযোগ করেছে বলে জানাগেছে।
ঘটনার বিবরনে জানাযায়, পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের রিপন শেখের মেয়ে সুরাইয়া সুলতানা (৫) এর সাথে খেলাধুলাকে কেন্দ্র করে একই গ্রামের ইউনুস শেখের মেয়ে রিক্তা খাতুন (৬) এর মধ্যে সামান্য মারামারির ঘটনা ঘটে। রিক্তা বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবা-মাকে জানালে তার পিতা ইউনুস শেখ, দাদা কাশেম শেখ,চাচা মুকুল শেখ,কুদ্দুস শেখ, সিদ্দিক,জিয়াদ,বিউটি খাতুন লাঠি,রড় ও দা নিয়ে সুরাইয়াদের বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়।
এসময় সুরাইয়ার পিতা রিপন শেখ,চাচা লিটন শেখ ও এসএসসি ফল প্রার্থী ইমরান শেখ মারাত্মক আহত হয়। এসময় রিক্তার চাচা কুদ্দুস শেখ ও আহত হয়েছে বলে জানা গেছে।
এলাকাবসি আহতদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে।
আহত রিপন শেখের পিতা আব্দুল্লাহ শেখ জানান, ছোট ছেলে মেয়েরা খেলা করাকে কেন্দ্র করে একটু ঠেলাঠেলি করছে বিষয়টি নিয়ে আমরা তাদেরকে মিমাংসা করার জন্য বললে তারা তাতে রাজি না হয়ে পূর্বের একটি ঘটনাকে কেন্দ্র করে আমাদের উপর হামলা চালিয়ে দা দিয়ে ইমরানের মাথায় কোপ মারে ও আমার ছেলেদের রড় দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। এখন আবার তারা আমাদের আবারও মারপিট করবে বলে হুমকি দিচ্ছে। এঘটনায় আমরা থানায় একটি অভিযোগ করেছি।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করব।