মাসুদ আলী, সাতক্ষীরা : সদরের মাগুরা এতিমখানা কমপ্লেক্স হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু’র সাথে সৌজন্য সাক্ষাৎ, মানপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে । শনিবার ৬ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় সদর এমপির বাসভবনে উপস্থিত হয়ে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ । এসময় উপস্থিত ছিলেন, মাগুরা এতিম খানা কমপ্লেক্স হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মো. তোফাজ্জেল হোসেন , সহ-সভাপতি মো. মুজিবর রহমান, ক্যাশিয়ার আব্দুস সালাম, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মাওলানা ওলিউর রহমান, শিক্ষার্থী হাফেজ মো. মাছুম বিল্লাহ ও মো. রাসেল আহমাদ। এসময় সদর এমপি মো. আশরাফুজ্জামান আশু মাদ্রাসার সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
পূর্ববর্তী পোস্ট