স্টাফ রিপোর্টার : ৭ নং আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোটর সাইকেল প্রতিকের প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার উপর বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় আলীপুর ইউনিয়নের মাহমুদপুর বাজারে আলীপুর ইউনিয়নবাসীর ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৭ নং আলীপুর ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. শাহাজদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম,জেলা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান, আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান ময়ুর ডাক্তার, আব্দুল জলিল বিশ্বাস,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল হোসেন মাছুমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মটরসাইকেল প্রতিকের প্রার্থী মো. জিয়াউল ইসলাম ( জিয়া)।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
আলীপুরের মাটি রউফের পায়ের নিচে আর নেই। তাই জিয়াকে চিরতরে সরিয়ে দিতে এ হামলা করেছে। আলীপুর ইউনিয়ন এর জনগন এক হয়েছে সন্ত্রাসীদের উৎখাত করতে। অর্থ দিয়ে, সন্ত্রাসী দিয়ে আলীপুরের জনগনকে দাবিয়ে রাখতে পারবে না। তিনি বুঝেছেন আলীপুর ইউনিয়নের জনগনকে ‘বসে’ নিয়ে আসা যাবে না। তাই সন্ত্রাসী হামলা চালিয়েছে। তিনি যদি মনে করেন দেশের একজন শ্রেষ্ঠ সন্ত্রাসী তার কিছু হবে না। সেটা হবে না। সরকার তাকে ছাড় দিবে না। প্রতিবাদের মুখে এ সন্ত্রাসীরা ভেসে যাবে।
তিনি আরও বলেন,নির্বাচন ব্যবস্থা বানচাল করে কোর্টের মাধ্যমে চেয়ারম্যান থাকার চেষ্টা করছে রউফ চেয়ারম্যান। তার এই চক্রান্ত আলীপুর ইউনিয়ন বাসী দাত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। এসময় বক্তারা বলেন , আর যদি মটর সাইকেল প্রতিকের প্রার্থী ও তার কর্মীদের উপর হামলা করা হয় এর উচিৎ জবাব দেওয়া হবে।
মটর সাইকেল প্রতিকের প্রার্থী মো. জিয়াউল ইসলাম জিয়া বলেন, আলীপুর ইউনিয়নে সবুর, রউফরা খাস জমি দখল করে রেখেছে। আমি নির্বাচিত হতে পারলে খাস জমি উদ্ধার করা হবে। এছাড়া কোন ধর্মীও আলেম ওয়ালামদের কোন হয়রানি করা হবে না। যাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মামলা হতে মুক্তি পেতে সহায়তা করা হবে। বক্তারা হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান।
উল্লেখ্য গত ২২ এপ্রিল আলীপুর ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের আলীপুর চেকপোস্ট এলাকায় মোটর সাইকেল শোডাউন শেষে মটর সাইকেল প্রতিকের প্রার্থী মো. জিয়াউল ইসলাম জিয়াসহ কর্মী সমর্থকরা ফেরার পথে এক হামলার স্বীকার হন। তারই প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, আলীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিবুল্লাহ সরদার।