স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীতি প্রার্থী মশিউর রহমান বাবুর মনোনয়নপত্র বিধিসম্মতভাবে বৈধ বলে গৃহীত হয়েছে। এ খবরে জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং সদর উপজেলার সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে রবিবার (৫ মে) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন সদর উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান ।
এ সময় লাঙ্গলের প্রার্থী মশিউর রহমান বাবুর সঙ্গে ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জাতীয় পার্টি নেতা প্রভাষক শেখ শরিফুল ইসলাম ও সাবেক এমপি হাবিবুর রহমান হবির কনিষ্ঠ পুত্র মো. মিজানুর রহমান রিগ্যান।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মশিউর রহমান বাবু বলেন, সাতক্ষীরা সদর উপজেলার মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তন এবং এলাকার উন্নয়নের জন্য আমি নির্বাচিত হলে যা যা করা প্রয়োজন তাই করব। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। লাঙ্গলের জয় হবে, ইনশাআল্লাহ।