নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু বলেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন জনগনের সেবা করার জন্য। তাই জনগনের সেবা করার লক্ষে লাঙ্গল প্রতিকে ভোট চাই। লাঙ্গলে ভোট দিলে সরকারি বরাদ্দ তছরুপ হবে
না। পরিষদে কত টাকা বরাদ্দ আসবে ও তা কোথায় ব্যয় করা হবে তা পত্রপত্রিকার মাধ্যমে প্রকাশ করা হবে। বুধবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। ব্রহ্মরাজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ পারভেজ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামশুর রহমান সোনা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল,জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াতুল করিম পিটুল, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী, জেলা ছাত্র সমাজের সভাপতি ও পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা যুব সংহতির সভাপতি শেখ আশিকুর রহমান বাপ্পী,জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক কানাইলাল শানু,স্বেচ্ছাসেবক পাটি নেতা কাজী আমিনুল ইসলাম ফিরোজ, জেলা তরুন পার্টির আহবায়ক মো. আবু ইয়াছিন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব কমল বিশ্বাস, জেলা তরুণ পার্টির সদস্য সচিব আব্দুল কাদের। এছাড়া রাত ৮ টায় পৌর সভার ৩ নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা হাটখোলা বাজারে লাঙ্গল প্রতিকের নির্বাচনী অফিস উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান করা হয়। অধ্যাপক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মো. মশিউর রহমান বাবু, পৌর কাউন্সিলর ও পৌর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ মাহমুদ পাপাসহ দলীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিরাজুল ইসলাম।
পূর্ববর্তী পোস্ট