ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর ২ আসনের এমপি মো. আশরাফুজ্জামান আশু বলেন,কোন অপশক্তি সাতক্ষীরায় এসে সমস্যা সৃষ্টি করতে পারবে না। যারা সমস্যা সৃষ্টি করবে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। সোমবার দুপুরে সাতক্ষীরা শহরের কাটিয়া সর্বজনীন পূজা মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন হিন্দু সম্প্রদায়ের মহিলারা আক্রান্ত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সমান চোখে দেখেন। সাতক্ষীরার সকল পর্যায়ের মানুষ স্বাধীনভাবে ধর্ম উদযাপন করছে। হিন্দু ও মুসলমানদের মধ্যে কোন পার্থক্য নয়। আমরা মানুষ এটাই পরিচয় নেই। সদরের কাটিয়া (কর্মকার পাড়া)সর্বজনীন পূজা মন্দিরের আয়োজনে পূজা মন্দির চত্বরে মন্দিরের উপদেষ্টা শ্রী কিশোরীমোহন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ,সদস্য শিমুন সামস, কাটিয়া কর্মকার পাড়া সর্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি গৌর চন্দ্র দত্ত, সহ-সভাপতি সমরেশ কুমার দাস, বলাই দে,সাধারণ সম্পাদক ভৈরব কর্মকার, কোষাধ্যক্ষ প্রশান্ত গাইন, সদস্য স্বপন দে, পলাশপুল সর্বজনীন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমীর বসুসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সর্বজনীন পূজা মন্দিরের সহ- সভাপতি শঙ্কর কুমার রায়।