স্টাফ রিপোর্টার : ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ভারতের ঘোজাডাঙ্গা সি এন্ড এফ ইম্পিলয় এজেন্ট এ্যসোসিয়েশনের আমন্ত্রণে ভোমরা স্থলবন্দর সি এন্ড এফ এ্যাসোসিয়েশনের নব গঠিত কমিটির কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়।
বৃহস্পতিবার সকাল ১০ টায় ভোমরা সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় ঘোজাডাঙ্গা সি এন্ড এফ এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দুরা ভোমরা বন্দর সি এন্ড এফ এজেন্টের নবগঠিত কমিটির সদস্যদের মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।
দুই দেশের সি এন্ড এফ ও আমদানি রপ্তানি ব্যবসায়ী নেতৃবৃদন্দুরা মিষ্টি উপহার শেষে উভয় দেশের নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এবং বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ভোমরা বন্দর সি এন্ড এফ এজেন্টের নবগঠিত কমিটির আহবায়ক হাবিবুবর রহমান হাবিব, সদস্য অহিদুল ইসলাম, গোলাম ফারক বাবু, মুনসি রাইসুল হক টুকু মাস্টার, আসাদুর রহমান,
আরও উপস্থিত ছিলেন জাকির হোসেন মন্টু, আক্তারু জামান পানি ডাক্তার সহ বিভিন্ন আমদানি রপ্তানি কারক, সি এন্ড এফ কর্মচারি এ্যাসোসিয়েশন, শ্রমীক ইউনিয়ন বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী বৃন্দ।
ভারতের ঘোজাডাঙ্গা সি এন্ড এফ এ্যম্পলয় এজেন্ট কারগো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি অচিত কুমার ঘোষ, সাধারন সম্পাদক সন্দীপ মন্ডল ও অনান্য নেতৃবৃন্দ। পরে ভারতের কাস্টমস, ইমিগ্রেশন, বি এস এফ, কর্মকর্তাদের মিষ্টি উপহার দেন নবগঠিত কমিটি।
সীমান্তের সৌহার্দ্য সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ ব্যবসা-বাণিজ্য বজায় রাখতে উভয় দেশের কাস্টমস, বন্দর কতৃপক্ষ, ইমিগ্রেশন, বিজিবি, বি এস এফকে
ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান